ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ আপাতত স্থগিত করা হয়েছে। শুক্রবার ২ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর একদিন আগেই তার বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের পক্ষে কাজ করার অভিযোগে মনিরুল আলম সেন্টুকে বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।


















