নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিজয় দিবস উপলক্ষে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে আড়াইহাজার পৌর বাজার পরিচালনা কমিটির বিরুদ্ধে।
রোববার (১৪ ডিসেম্বর) পৌর বাজার পরিচালনা কমিটির প্যাডে সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি নোটিশ বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার কমিটিকে ব্যাংক, বীমা ও এনজিওভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান পরিচালনা ও সহযোগিতার জন্য অনুদান সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। সে অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে ন্যূনতম ৫০০ টাকা প্রদান করতে অনুরোধ জানানো হয়।
তবে বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগটি সরাসরি অস্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান।
তিনি জানান, “বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন বা অনুদান সংগ্রহের জন্য উপজেলা প্রশাসন কোনো ব্যক্তি বা সংগঠনকে দায়িত্ব দেয়নি। আমাদের নাম ব্যবহার করে অর্থ চাওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে বাজার কমিটির নিজস্ব সিদ্ধান্ত। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।”
উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই সরকারি নাম ব্যবহার করে অর্থ সংগ্রহের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাদের মতে, এতে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং প্রশাসনের সুনামও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে আড়াইহাজার পৌর বাজার পরিচালনা কমিটির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইউএনও আসাদুর রহমান আরও বলেন, “বর্তমানে বিজয় দিবসের কর্মসূচি নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। অনুষ্ঠান শেষে সরকারি নাম অনুমোদন ছাড়া ব্যবহার করে অর্থ সংগ্রহের বিষয়টি নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”



















