নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কর্তৃক ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছিল নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। সেই ক্লাবের আধুনিকায়নের কাজের ধারাবাহিকতায় পাঁচ তলার ইন্টিরিয়রের উন্নয়ন কাজ উদ্বোধন করা হয় আজ।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ -নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উপস্থিতিতে আজ উদ্বোধন করেন বিকেএমইএ’র সভাপতি ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য মোহাম্মদ হাতেম।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকগণ, বিকেএমইএ’র ব্যবসায়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



















