নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গত ১ ডিসেম্বর থেকে দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সারাদেশব্যাপী ব্যাপকভাবে জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিট কমিটি এবং প্রবাসী শাখা কমিটির নেতৃবৃন্দ নফল রোজা, দোয়া, মিলাদ এবং কোরআন ও খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি পালন করছে। বিএনসিইউপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীবের নির্দেশনায় কর্মসূচিটি ঘোষিত হয় এবং সাধারণ সম্পাদক লায়ন মোঃ শহীদুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক এস. আলম ইসরাৎ (দেশব্যাপী জেলা/ইউনিট কমিটির সমন্বয়ক) এর সার্বিক তত্ত্বাবধানে ইউনিট কমিটিগুলোর নেতৃবৃন্দের নেতৃত্বে এটি সফলভাবে পালিত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এখনো অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে, গত ১লা ডিসেম্বর ২০২৫ বিএনপি চেয়ারপার্সন এর শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করে এবং সংগঠনের নেতাকর্মী ছাড়াও সারাদেশব্যাপী জাতীয়তাবাদী মতাদর্শের সকল অনলাইন একটিভিস্টদেরও বিনীতভাবে আহবান জানানো হয় উক্ত নফল রোজার কর্মসূচি পালন করে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে, যা ব্যাপক সাড়াও পাওয়া যায়। এবারের এই কর্মসূচি বিএনসিইউপি’র পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো দেশব্যাপী নফল রোজার কর্মসূচি; ইতিপূর্বে কয়েকবছর আগে বেগম জিয়ার রোগমুক্তির জন্যেই সংগঠনটি একই রকম কর্মসূচি ঘোষণা করে, যা সারাদেশব্যাপী তখনও সাড়া ফেলে এবং সফলতার সাথে পালিত হয়।
যেহেতু এটি মহান বিজয়ের মাস ডিসেম্বর, প্রেস বিজ্ঞপ্তিটিতে তাই সকলের কাছে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম), ‘৭১ এর রণাঙ্গনের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা সহ জুলাই’২৪ গণঅভ্যুত্থানে শহীদ এবং দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিভিন্ন সময় শহীদ হওয়া সকলের আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়।
কেন্দ্রীয় কমিটি ঘোষিত উক্ত কর্মসূচিগুলো পালিত হয় -কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ শহীদুর রহমানের উদ্যেগে মানিকগঞ্জ জেলা সাইবার ইউজার দল কর্তৃক শিবালয়ের কাতরাশিন বাইতুল ফালাহ জামে মসজিদে, জেলা কমিটির সদস্য সোহাগ মুন্সির উদ্যেগে পাটুরিয়া ঘাট জামে মসজিদে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীবের নির্দেশনায় নারায়ণগঞ্জে জেলা সাইবার ইউজার দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিভিন্ন মাদ্রাসায় ছাত্রদের মাঝে কোরআন বিতরণ করেন এবং নফল রোজা পালন শেষে মাদ্রাসার ছাত্রদের সাথে নিয়ে দোয়া ও ইফতারের আয়োজন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক ও দেশব্যাপী জেলা কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ এবং তার উপস্থিতিতেই পরবর্তী দিন নারায়ণগঞ্জ মহানগর সাইবার ইউজার দল ১১নং ওয়ার্ড কর্তৃক খানপুরের একটি এতিমখানা ও মাদ্রাসায় কোরআন খতম, দোয়া ও এতিম ছাত্রদের মাঝে চাল বিতরণ করা হয়। মহানগর সাইবার ইউজার দলের যুগ্ন-আহবায়ক সাজ্জাদ হোসেন মন্ডল তার নিজ বাসভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করেন। ফতুল্লা থানা সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ সাইনবোর্ড এলাকার মসজিদে এবং স্থানীয় রেস্টুরেন্টে পৃথক দুইটি দোয়ায় এবং মহানগর সাইবার ইউজার দলের সদস্য জাহিদ লিপুর উদ্যেগে সিদ্ধিরগঞ্জ থানার সাইলো গেইট এলাকায় দোয়া ও খিচুড়ি বিতরণ অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব। কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর (উত্তর) কমিটির সদ্য সাবেক সদস্য সচিব এম. শাফাত আহমেদের তত্ত্বাবধানে ঢাকা মহানগর (দক্ষিণ) চকবাজার থানা কমিটির উদ্যেগে স্থানীয় একটি রেস্টুরেন্টে দোয়ার আয়োজন করা হয়, উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী সহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও কুমিল্লা (উত্তর) মেঘনা উপজেলা সাইবার ইউজার দল, সাতক্ষীরা শ্যামনগর উপজেলা কমিটি, যশোর জেলা সাইবার ইউজার দল নেতা আর এস সাউদের উদ্যেগে যশোরের নেতৃবৃন্দ, মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা সাইবার ইউজার দল, টাঙ্গাইল জেলা সাইবার ইউজার দল, গাইবান্ধা জেলা সাইবার ইউজার দলের উদ্যোগে গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধানপাড়া ঈদগাহ জামে মসজিদ ও গাইবান্ধা জেলার আরো কয়েকটি স্থানীয় জামে মসজিদ সহ দেশে এবং প্রবাসে অন্যান্য ইউনিট কমিটির উদ্যোগেও নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিএনসিইউপি’র উক্ত কর্মসূচি যথাযথভাবে পালন করেন। এছাড়াও সংগঠনের সনাতন ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মের নেতৃবৃন্দ মন্দির এবং তাদের নিজ নিজ উপাসনালয়েও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করেন।
২০১০ সালের ২৫শে জুলাই প্রতিষ্ঠিতি সর্বপ্রথম সাইবার ভিত্তিক রাজনৈতিক সংগঠন হিসেবে দেশে ইতিহাস রচনাকারী এই সংগঠনটি শুধুমাত্র সাইবারেই সীমাবদ্ধ নয়, দলের যেকোনো প্রয়োজনে বিগত দিনের ধারাবাহিকতায় রাজপথেও যে তাদের শক্তিশালী এবং সক্রিয় অবস্থান, তা আবারো প্রমাণিত হলো একযোগে সারাদেশব্যাপী এই কর্মসূচি পালনের মাধ্যমে; যা দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি শ্রদ্ধা, সম্মান ও আনুগত্যের এক অনন্য নিদর্শন। সেই সাথে আবারো প্রমাণিত হলো তাদের ‘সাইবারে আমরা, রাজপথেও আমরা’ স্লোগানটির যথার্থতা।



















