আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আপিল করেছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
শুক্রবার (৯ জানুয়ারি) তিনি ঢাকায় নির্বাচন কমিশনে এ আপিল আবেদন দাখিল করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৯ জানুয়ারি এ আপিলের শুনানির দিন ধার্য করা হয়েছে।
আপিল আবেদনে মুহাম্মদ গিয়াসউদ্দিন অভিযোগ করেন, নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামার তথ্য যথাযথভাবে যাচাই না করেই মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, হলফনামার তথ্য সঠিকভাবে যাচাই করা হলে আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বৈধ হওয়ার কোনো সুযোগ নেই এবং তা বাতিলযোগ্য হিসেবে বিবেচিত হওয়ার কথা। সঠিক তদন্ত ও যাচাই ছাড়া নেওয়া সিদ্ধান্ত নির্বাচন বিধিমালার পরিপন্থী বলেও আপিলে দাবি করা হয়।


















