মায়ের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জের বন্দরের বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী মোঃ হাসান মিয়া খোকন। আজ ২৭ ডিসেম্বর (শুক্রবার) তিনি নিজের গর্ভধারিণী মাকে হেলিকপ্টারে উড়িয়ে আজীবনের এক স্বপ্ন পূরণ করেন।
এর আগে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরঘাড়মোড়া এলাকায় মায়ের সম্মানার্থে প্রতিষ্ঠিত স্প্ল্যাশ প্যারাডাইস বাগান বাড়ির আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেন তিনি। এ সময় হাসান মিয়া খোকন বলেন, “একজন মা সন্তানের জন্য জীবনের সব কষ্ট সহ্য করেন, বিনিময়ে কিছুই চান না। আমার মাকে সম্মানিত করাই আমার জীবনের প্রধান উদ্দেশ্য। আমি চাই, পুরো বাংলাদেশ দেখুক—কীভাবে একজন মাকে সম্মান করতে হয়।”
হেলিকপ্টারের উড্ডয়ন ও অবতরণকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে চরঘাড়মোড়া এলাকায় বিপুল সংখ্যক উৎসুক মানুষ ভিড় জমান। মায়ের প্রতি সন্তানের এই ব্যতিক্রমী ভালোবাসা ও সম্মান এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা ও আলোচনার জন্ম দিয়েছে।




















