মুক্তারকান্দির ক্রীড়াঙ্গনে ফিরছে প্রাণচাঞ্চল্য। স্থানীয় প্রবাসীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে “মুক্তারকান্দি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬”। এই টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে মুক্তারকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে বিভিন্ন প্রতিযোগিতামূলক দল। ১২ ওভারের শর্ট পিচ ফরম্যাটে আয়োজিত এই টুর্নামেন্টে প্রতি দলে ১১ জন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে, সঙ্গে থাকবে সর্বোচ্চ ৩ জন রিজার্ভ।
টুর্নামেন্টে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। পাশাপাশি অংশগ্রহণকারী সকল দলকে নির্ধারিত জার্সি পরিধানসহ একটি করে বল ও টেপ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আকর্ষণীয় পুরস্কারের মধ্যে চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, রানার্স-আপ দলের জন্য ট্রফি এবং ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার।
রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা। আগ্রহী দলগুলোকে আগামী ১২ জানুয়ারি ২০২৬ এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে হিমেলের সঙ্গে।
এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের পাশাপাশি মুক্তারকান্দিতে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা করছেন এলাকাবাসী।




















