মুক্তারকান্দি আদর্শ হাই স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল এবং ২০২৬ সালের এসএসসি (টেস্ট) নির্বাচনী পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থীদের অভিভাবক ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তারকান্দি গ্রামের আমান উল্লাহ মেম্বার, হাজী বাচ্চু মেম্বার, আব্দুল কাদির মৃধা, মজিদ প্রান্তিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজাউল্লাহ ও শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।



















