মুক্তার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
শুক্রবার ২ জানুয়ারি অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় ডিক্রীরচর সূর্য তরুণ সংসদ ও পুরান গোগনগর পশ্চিম দল।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডিক্রীরচর সূর্য তরুণ সংসদ ১১ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে পুরান গোগনগর পশ্চিম রানার্সআপ হিসেবে প্রতিযোগিতা শেষ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে টিভি কাপ এবং রানার্সআপ দলের হাতে আকর্ষণীয় রানার্সআপ কাপ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জয়নাল আবেদীন বেপারী,
আলহাজ্ব মোঃ আমান উল্লাহ,
আলহাজ্ব আব্দুল কাদের মৃধা,
জনাব মোঃ শরিফ উদ্দিন মাদবর,
জনাব মোঃ রহিম উদ্দিন মাদবর,
জনাব মোঃ মজিদ মৃধা,
আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
টুর্নামেন্টের আয়োজনে ছিলেন আন্তর, রাজু, ইমরান, ইয়াসিন, বোরহান, শ্যামল, জুলকার, নাঈম, জাহিদ, নাইমুর রশিদসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলছে এবং সামাজিক সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।




















