নারায়ণগঞ্জের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এই উপলক্ষে আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, সকাল ৮টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণ তথা স্কুলের সামনের অংশ থেকে র্যালিটি শুরু হবে। শতবর্ষের এই ঐতিহাসিক আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
র্যালির মাধ্যমে বিদ্যালয়ের শত বছরের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্য তুলে ধরা হবে। পাশাপাশি শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের বার্তা নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা এই বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আগামী ১০ জানুয়ারি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে আয়োজক কমিটি।




















