ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহ আলমের আর্থিক সক্ষমতা ও সম্পদের বিস্তারিত চিত্র প্রকাশ পেয়েছে। নির্বাচন কমিশনে দাখিল করা তার নির্বাচনী হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
হলফনামা অনুযায়ী, মোঃ শাহ আলমের নিজ নামে ঘোষিত মোট সম্পদের পরিমাণ ৬২ কোটি ৩২ লাখ ৭৯ হাজার টাকা। পাশাপাশি তার স্ত্রী ও সন্তানের নামে রয়েছে ২৩ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ৭৫১ টাকার সম্পদ।
তবে আর্থিক বিবরণীতে সবচেয়ে আলোচ্য বিষয় হলো তার বিপুল অঙ্কের ব্যাংক ঋণ। ঘোষিত তথ্যে দেখা গেছে, মোঃ শাহ আলমের নামে বিভিন্ন ব্যাংকে মোট ৮২৪ কোটি ৪৩ লাখ ৯৯ হাজার ৭২২ টাকা ঋণ রয়েছে। এই ঋণের পরিমাণ তার ব্যবসায়িক লেনদেন ও বিনিয়োগ কার্যক্রমের বিস্তৃত পরিসরের ইঙ্গিত দেয়।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, তার নিজস্ব নগদ অর্থ রয়েছে ৫ লাখ ৬৬ হাজার ৬ টাকা। অন্যদিকে স্ত্রী ও সন্তানের নামে নগদ অর্থের পরিমাণ ২ কোটি ১৮ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।
নির্বাচনী হলফনামায় প্রকাশিত এসব তথ্য ইতোমধ্যে ভোটারদের মধ্যে নানা আলোচনা ও আগ্রহের সৃষ্টি করেছে।



















