স্বাধীনতা দিবস উপলক্ষে আজমেরী ওসমানের বিশাল বর্ণাঢ্য র্যালীতে সজিব, মমিন, পাভেল,সবুজ আল সাকি ও মুন্নার নেতৃত্বে যোগদান করেছে প্রায় দুই হাজার নেতাকর্মী।
শিল্পা অধ্যশিত ফতুল্লার বিসিক থেকে শনিবার (২৬ মার্চ) দুপুরে খানপুর এসে যোগদেন তারা। এ সময় তারা স্লোগান দেন ‘আজমেরী ভাইয়ের ঘাটি, নারায়ণগঞ্জের মাটি’, ‘ডাক দিয়েছে আজমেরী ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’। পরে সেখান থেকে আজমেরী ওসমানের বিশাল বর্ণাঢ্য র্যালীতে অংশ নিয়ে শহর প্রদক্ষিন করেন।
খানপুর থেকে শুরু করে চাষাঢ়া এসে পৌছান। এরপর দুই নং রেল গেইট হয়ে আবার চাষাঢ়া গিয়ে র্যালী শেষ করেন।


















