মানুষ গ্রুপ (স্বেচ্ছাসেবী সংগঠন)-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ এবং সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টা থেকে নারায়ণগঞ্জের কাশিপুর সম্রাট হল সংলগ্ন মাঠে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষ গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সোহান আলী খাঁন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাফিয়া শিমুল, প্রেসিডেন্ট, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার শাহীন, প্রকল্প সমন্বয়ক, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রেমিটেন্স যোদ্ধা মোঃ সাগর।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে কারিগরি সহযোগিতা প্রদান করে আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপ।
অনুষ্ঠানে মানুষ গ্রুপের অন্যান্য স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন—সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল, প্রচার সম্পাদক মোঃ জিহাদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ মঞ্জু, গ্রুপ মনিটর মোঃ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল, সাংগঠনিক সম্পাদক মোঃ হিমেল, সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ দর্পণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ প্রদান ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সমাজ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


















