বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেছে সদ্য গঠিত কাশীপুর ইউনিয়ন কৃষকদল।
৫ ডিসেম্বর শুক্রবার বাদ মাগরিব কাশীপুর ৩ নং ওয়ার্ডের সামসুল আলমের মোড় এলাকায় এসবের আয়োজন করা হয়। দোয়ার পুর্বে সংক্ষিপ্ত বক্তব্য পর্ব অনুষ্ঠিত হয়, কাশীপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোহাম্মদ শামীমের সভাপতিত্বে ও সদস্য সচিব ইব্রাহিম খলিলের সন্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে ফতুল্লা থানা কৃষকদলের আহবায়ক জুয়েল আরমান ও প্রধান বক্তা হিসেবে থানার সদস্য সচিব সুমন আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশীপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শাহীন কাদের ও কাশীপুর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেপারী বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থে বেগম জিয়া কখনোই আপোষ করেনি, বরং তিনি শেষ বয়সেও জেল খেটেছেন। তারা বলেন, বাংলাদেশের গনতন্ত্রকে আরো সুপ্রতিষ্ঠিত করতে বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নেই। এজন্য তার সুস্থ হয়ে ফিরে আসা উচিত।
বক্তব্য পর্ব শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাশীপুর ইউনিয়ন কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ খান পরশ, বিএনপি নেতা নাজমুল হকসহ কাশীপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক কমিটির অন্যান্য যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ দোয়ায় অংশ নেয়।



















