নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মাসুদুজ্জামান মাসুদ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
এ সময় মাসুদুজ্জামান মাসুদ বলেন, পরিবারের চাপ এবং দেশে সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ না থাকায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, তিনি নির্বাচন করবেন না এবং মনোনয়নও কিনবেন না।
তিনি আরও বলেন, গত পাঁচ থেকে ছয় মাসে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন এবং সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছেন। তবে ব্যক্তিগত ও পারিপার্শ্বিক নানা কারণে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তিনি সকল নেতাকর্মী ও সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।



















