সমাজে ইতিবাচক পরিবর্তন ও অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প তুলে ধরতে আয়োজিত রিয়েলিটি প্রোগ্রাম ‘সফলতার গল্প ২০২৫’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর ২০২৫ শ্রীমঙ্গলের বিলাসবহুল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ -এ আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে PBIF।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মো. নাজরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথমা বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। এছাড়াও দেশের বিভিন্ন খাতের শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
এবারের আয়োজনে ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন, শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কনটেন্ট নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মোট ৩০ জন গুণীজনকে ‘Medal of Success 2025’ প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় ‘Enterprise Growth & Impact Excellence Medal’ ক্যাটাগরিতে PBIF-এর গুণীজন সংবর্ধনা লাভ করেন মাজহারুল ইসলাম মুন্না। উদ্যোগ, নেতৃত্ব ও সামাজিক প্রভাবের মাধ্যমে টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্ট




















