বন্দরে আইবিডব্লিউএফ-এর মতবিনিময় সভা: ‘দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের সামাজিক ভাবে বয়কট করতে হবে- গোলাম সারোয়ার সাঈদ
নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ বন্দর: নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান সমস্যা নিরসন এবং টেকসই সমাধানের লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সৎ ও হালাল ব্যবসার ওপর গুরুত্বারোপ করে দুর্নীতিবাজদের রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর কদম রসুল কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভাটি মাওলানা আবদুল হাকিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং আইবিডব্লিউএফ-এর সেক্রেটারি গোলাম সারোয়ার সাঈদ। তিনি তার বক্তব্যে ব্যবসার প্রধান তিনটি সমস্যার কথা উল্লেখ করেন—ব্যক্তিগত, পারিপার্শ্বিক এবং নীতিগত। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ নিয়ে আমরা এগোতে চাই। ব্যবসায়ীদের সব সমস্যার সমাধানে আমরা একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করছি। যারাই ব্যবসায়ীদের ওপর অন্যায় সেল্টার বা জুলুম করবে, তাদের চিহ্নিত করে সম্মিলিতভাবে সামাজিক বয়কট করা হবে। আমরা কোনো দুর্নীতিবাজের টাকা গ্রহণ করব না।”
ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের পক্ষ থেকে চাঁদাবাজি, চুরি এবং আর্থিক অনুদান সংক্রান্ত নানা প্রশ্নের জবাবে গোলাম সারোয়ার সাঈদ আশ্বাস দেন যে, প্রশাসনকে সাথে নিয়ে ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান করা হবে। তিনি আরও বলেন, “পরিবর্তনের সময় নিজেকে পরিবর্তন করে নিতে হয়। হালাল উপার্জন না হলে কোনো ইবাদত কবুল হবে না।” অনুষ্ঠানে ‘মাত্র ১০ হাজার টাকায় ব্যবসার দ্বার খোলার’ বিশেষ উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বন্দর থানার সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখা হয়। তিনি বলেন, “সৎ ব্যবসায়ীরা হালাল পথে টিকে থাকবে, আর অসৎ ব্যবসায়ীরা এক সময় পালিয়ে যেতে বাধ্য হবে।”
বন্দর থানা সভাপতি গোলাম কিবরিয়া শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার আই বি ডাব্লিউ সেক্রেটারি নাসির উদ্দিন পিন্টু, ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন এবং ফয়সাল ভূঁইয়া প্রমূখ। সভায় বন্দরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে ইনকিলাব মঞ্চের মূখপাত্র শহিদ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


















