নারায়ণগঞ্জের আলোচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার হলেও তাঁর অন্যতম সহযোগী মামুন প্রকাশ্যে ঘুরছেন। তিনি নাসিক ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। নবীগঞ্জ খাদেম পাড়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।
জানা গেছে, নাসিক ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মামুন মিয়া নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্ট সহচর হিসেবে ব্যাপক পরিচিত রয়েছে। গত ৫ আগস্টেও ছাত্র-জনতার আন্দোলন দমাতে তিনি সক্রিয় ভুমিকায় পালন করেছে।
এদিকে স্বৈরাচার সরকার পতনের পরও দেশের রাজনৈতিক ভিন্ন প্রেক্ষাপটেও ১৫ আগস্ট উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মেয়র আইভীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। সেখানেও প্রকাশ্যে উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মামুন মিয়া।
অপর দিকে ১৩ মে সাবেক মেয়র আইভীর বাড়িতে যখন পুলিশ অবস্থান নেন খবর পেয়ে ওই সময়ে আইভীর বাসভবনে ছুটে যান মামুন মিয়া। সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তারের পর নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরেও সামনে সাড়ি থেকে প্রকাশ্যে হামলা চালায় মামুন মিয়া।
চলমান ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার হলেও প্রকাশ্যে ঘুরছেন নবীগঞ্জ খাদেম পাড়া এলাকার ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মামুন মিয়া। বৈষম্যবিরোধী ছাত্র নেতা সহ স্থানীয় এলাকাবাসী মামুন মিয়াকে দ্রুত গ্রেপ্তারে দাবী জানান নয়তো আইনশৃঙ্খলা অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন।



















