আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাটকীয়তা যেন কিছুতেই থামছে না। নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে একের পর এক ঘটনাপ্রবাহের পর অবশেষে গতকাল নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের প্রার্থী হিসেবে মনির হোসেন কাশেমীর নাম ঘোষণা করা হয়। এ ঘোষণার পর থেকেই ওই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন মোঃ শাহ আলম ও আলহাজ্ব মোহাম্মদ আলী। এছাড়া আজ বিকেল ৩টা ৩০ মিনিটে জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিনের পক্ষে তার নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ নিয়ে আসনটিতে রাজনৈতিক উত্তেজনা ও আলোচনা আরও তীব্র হয়ে উঠেছে।


















