নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে বিএনপির প্রার্থী নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হয়েছে। শেষ পর্যন্ত এই আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) তাঁর হাতে আনুষ্ঠানিক মনোনয়ন সংক্রান্ত চিঠি পৌঁছে দেওয়া হয়, যা মনোনয়নপত্র দাখিলের সময় সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, এই সিদ্ধান্তের পর আর কোনো পরিবর্তনের সুযোগ নেই।
এর আগে বিএনপির প্রাথমিক তালিকায় শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের নাম থাকলেও তা নিয়ে দলে ব্যাপক আপত্তি দেখা দেয়। সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামসহ একাধিক মনোনয়ন প্রত্যাশী মাসুদের মনোনয়নের বিরোধিতা করেন। এ নিয়ে মহানগর বিএনপির ভেতরে মতভেদ ও টানাপোড়েন তৈরি হয়।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ১৬ ডিসেম্বর মাসুদুজ্জামান মাসুদ সংবাদ সম্মেলন করে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নির্বাচনে না থাকার ঘোষণা দেন। এতে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থিতা নিয়ে নতুন করে নাটকীয়তা সৃষ্টি হয়। পরে তাঁর অনুসারীরা প্রার্থী বহালের দাবিতে আন্দোলন শুরু করলে বিষয়টি আরও আলোচনায় আসে।
সবশেষে কেন্দ্রীয় সিদ্ধান্তে অ্যাডভোকেট আবুল কালামের নাম চূড়ান্ত করে বিএনপি। এর মধ্য দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে দলটির প্রার্থী সংক্রান্ত দীর্ঘ জটিলতার অবসান ঘটলো।



















