মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা এস.এম মোমেন ওরফে পাইছার পোলা মোমেন এর বহিষ্কার ঠেকাতে মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদের জোড় তদবির চালানোর অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করা শর্তে মহানগর তাঁতী দলের কয়েকজন শীর্ষ নেতা জানান, আমরা মোমেনকে বহিষ্কারের সকল প্রক্রিয়া চূড়ান্ত করেছি কিন্তু মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তার জন্য সুপারিশ করছেন যেন তাকে বহিষ্কার না করা হয়।
এদিকে জানা গেছে, মোমেন কে নিয়ে অনেকটাই বিরক্ত তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান। সম্প্রতি তারেক রহমান দেশে ফেরার পর ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মহানগর তাঁতীদলের সদস্য সচিব নূর নবী মোমেন এর কাছ থেকে নেতাকর্মীদের কয়েকশ প্যাকেট নাস্তা নিয়ে তার পদ হালাল করেছেন। মোমেন আবার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে শেয়ার করে তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমানের নাম ব্যবহার করেছেন। যে তিনি মজিবুর রহমানকে এসব নাস্তার প্যাকেট দিয়ে সহযোগিতা করেছেন।
ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ক্ষিপ্ত হয়েছেন মজিবুর রহমান। তিনি জানান, মোমেন একটা অসভ্য। আমি কেন তার কাছ থেকে নাস্তা নিতে যাবো। ভিডিওর খবর শোনার পর আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি মহানগর সদস্য সচিব নবী নূর তার কাছ থেকে ওই নাস্তার প্যাকেট নিয়েছে। আমি তাদেরকে বলেছি মোমেনকে সরাসরি বহিষ্কার করতে কিন্তু কেন তারা বহিষ্কার করছে না বিষয়টি আমি আজকে দেখবো। তাদের দুজনকে আজকে আমি ডেকেছি আর তাকে আজ সরাসরি বহিষ্কার করতে বলেছি।
খোঁজ নিয়ে জানা গেছে, গত আওয়ামী লীগের আমলে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করে এসএম মোমেন। এরপর সে মদনপুরের যুবলীগ নেতা অহিদুজ্জামানের সাথে পুরো অঞ্চল দাপিয়ে বেড়িয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আওয়ামী লীগের পতন হলে ভোল পাল্টায় মোমেন। প্রথমে তাকে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহীন আহম্মেদ শেল্টার দিলেও বর্তমানে তাকে শেল্টার দিচ্ছে মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তাঁতীদলের কমিটিতে নাম আসার পর খোরশেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে মোমেন।
এছাড়াও খোরশেদের নামে মদনপুর ফুলহর এলাকায় একটি নির্বাচনী তোরণ নির্মাণ করেছিলো মোমেন। সেই তোরণের ছবি ফেসবুকে পোস্ট দিয়ে খোরশেদ লিখে ছিলেন মোমেনের ভালবাসা।



















