নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনী সমীকরণে পরিবর্তন এসেছে। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল জব্বার এনসিপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই আসনে এখন জামায়াত–এনসিপি জোটের একক প্রার্থী হিসেবে মাঠে থাকছেন আব্দুল্লাহ আল আমিন।
সোমবার (২৯ ডিসেম্বর) এক লিখিত বিবৃতিতে মাওলানা আব্দুল জব্বার তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। বিবৃতিতে তিনি জানান, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থকে সামনে রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে তিনি ১০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের প্রতি পূর্ণ সমর্থন ও শুভকামনা ব্যক্ত করেন এবং তাকে সফল দেখতে চান বলেও উল্লেখ করেন।


















