কারা দলের লোক আর কারা ভাইয়ের লোক আজ প্রমাণিত: বাড়ী ভূঁইয়া
নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। আজ সোমবার দুপুর ৩টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার পক্ষে বিএনপি ও জমিয়তে উলামা ইসলামের নেতৃবৃন্দ মনোনয়ন জমা দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার, জেলা জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শহিদুল্লাহ সহ বিএনপি ও জমিয়তে উলামা ইসলাম এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মনোনয়ন জমা শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে অ্যাডভোকেট বাড়ী ভূঁইয়া বলেন, দল যখন যে সিদ্ধান্ত দেয়, আমরা তা মেনে চলি। কারা দলের লোক আর কারা ভাইয়ের লোক—তা আজ স্পষ্ট হয়ে গেছে। বিএনপির দলীয় মনোনয়ন কোনো একক সিদ্ধান্ত নয়। বিএনপির সর্বোচ্চ অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের স্থায়ী কমিটির ১৪ জন সদস্য সর্বসম্মতিক্রমে নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসেন কাসেমীকে দলীয় মনোনয়ন প্রদান করেছেন।
তিনি আরো বলেন, বিএনপি ও জোটের সকল নেতাকর্মী কাঁধে কাঁধ মিলিয়ে মুফতি মনির হোসেন কাসেমীকে বিজয়ী করব। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও বেইমানি করে কেউ অতীতে টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
বারী ভূইয়া আরো বলেন, আমরা মাঠে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান- আপনারা সবাই মুফতি মনির হোসেন কাসেমী হয়ে প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে যাবেন।



















