নারায়ণগঞ্জ প্রতিনিধি:
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সভাপতি প্রার্থী – বন্দর উপজেলা ছাত্রদল এবং সাবেক সাধারণ সম্পাদক – বন্দর উপজেলা ছাত্রদল, নারায়ণগঞ্জ আব্দুল্লাহ আল মামুন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী ও আপসহীন রাজনৈতিক নেত্রীকে হারাল। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তার সাহসী ভূমিকা নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আব্দুল্লাহ আল মামুন মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।



















