নারায়ণগঞ্জ প্রতিনিধি:
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মোঃ সজল আহমেদ রিদয়,সহ সাংগঠনিক সম্পাদক, ফতুল্লা থানা মৎস্যজীবী দল এবং তথ্য বিষয়ক সম্পাদক, ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদল।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন,
“বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন পরীক্ষিত রাষ্ট্রনায়ক ও গণতন্ত্রের আপসহীন নেত্রীকে হারালো। তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন,
“দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাহসী নেতৃত্ব দিয়েছেন। তাঁর আদর্শ ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।”
শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।




















