ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আজ ৩০ ডিসেম্বর সকালে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ অবগত হয়ে গভীর শোক প্রকাশ করেছেন।
মুফতি ইসমাঈল সিরাজী বলেন, বাংলাদেশের রাজনৈতিক চর্চায় ও ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন উজ্জল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন।
মুফতি ইসমাঈল সিরাজী তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। শোকাহত পরিবার ও তার রাজনৈতিক সহকর্মী ও সমর্থকদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।




















