মোহাম্মদ আলীর নির্দেশে সকল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে কোরআন খতম ও দোয়া
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী রূহের মাগফেরাত কামনা করে নারায়ণগঞ্জ -৪ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলার কমান্ড ও এর অন্তর্গত সকল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তিন দিনব্যাপী কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ -নারায়ণগঞ্জ সদর উপজেলা, বন্দর উপজেলা, রূপগঞ্জ উপজেলা, আড়াইহাজার উপজেলা ও সোনারগাঁও উপজেলা ইউনিট কমান্ডের আহবায়কগণ উক্ত উপজেলাগুলোর স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এই কর্মসূচি সফল করেন।



















