নারায়ণগঞ্জ সদরের বক্তাবলীর প্রসন্ননগরে রোববার (৭ ডিসেম্বর) বিকেলে উত্তেজনাপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রসন্ননগর উত্তরপাড়া যুব উন্নয়ন সংগঠন আয়োজিত জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট “পিপিএল”-এর বর্ণাঢ্য ফাইনাল।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় প্রসন্ননগর কিংস FC ও প্রসন্ননগর রাইডার্স FC।
খেলার প্রথমার্ধেই লিড নেয় কিংস FC। তবে দ্বিতীয়ার্ধে দারুণ প্রত্যাবর্তন করে রাইডার্স, ফলে নির্ধারিত সময়ে স্কোর দাঁড়ায় ১–১। এরপর ম্যাচ গড়ায় রোমাঞ্চকর ট্রাইবেকারে।
ট্রাইবেকারে দুর্দান্ত লড়াইয়ে কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় প্রসন্ননগর রাইডার্স FC।
ফাইনালকে ঘিরে মাঠজুড়ে ছিল মনোমুগ্ধকর সাজসজ্জা, ঢাক-ঢোলের হৈচৈ আর পুরো এলাকাজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আকবর আলী সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকান্দার আলি মেম্বার, মিলন মিয়া, মিজানুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাগর রাজ।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি ও একটি স্মার্ট টেলিভিশন। আর রানার্সআপ দলের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও ২০ হাজার টাকা পুরষ্কার।
পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন প্রতিক।
এছাড়াও সেরা গোলরক্ষক, ম্যাচসেরা খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে বিজয়ীরা আনন্দ মিছিল করে পুরো এলাকা প্রদক্ষিণ করেন।
ফুটবলের জনপ্রিয়তা ও গ্রামীণ ক্রীড়া সংস্কৃতির প্রাণচাঞ্চল্য আবারো প্রমাণ করে প্রসন্ননগর উত্তরপাড়া যুব উন্নয়ন সংগঠনের সফল আয়োজন ‘পিপিএল’ টুর্নামেন্ট।



















