পহেলা মহরম উপলক্ষে বন্দর থানার ফুলহর যুব সমাজের উদ্যোগে ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর ২০২৫ রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার ৩ দিন ব্যাপী ১৫ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছেন স্থানীয় যুবসমাজ। কিন্তু এ ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
আয়োজকরা জানান, ‘আওয়ামী লীগের সভানেত্রী ও খুনী হাসিনা পালিয়ে যাবার পরেও বীরদর্পে আছেন হাসিনার কিছু নেতা-কর্মীরা। তাদের মধ্যে ফুলহর এলাকার যুবলীগ নেতা অহিদ অন্যতম। অহিদের গুপ্ত ইশারায় ফুলহর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৩দিন ব্যাপী মাহফিল বন্ধ করে দেয়া হয়েছে। সে পালিয়ে থেকেও এলাকার বিভিন্ন বিষয়ে কুটচাল দিয়ে যাচ্ছে। এলাকায় বিভিন্ন বিভক্তি সৃষ্টি করে নানান ধরণের ভুলবুঝাবুঝি ও ধুম্রজাল তৈরি করছে। মানুষে মানুষে দ্বন্দ্ব ও ঝগড়া বাধাচ্ছে। ওয়াজ মাহফিলের উপর তার এখন কুনজর পড়েছে। তার পছন্দমতো মেহমান দাওয়াত না দেয়ায় সে মনে করছে তার আধিপত্য বিস্তার করা বন্ধ হয়ে যাচ্ছে, তাই তার আশীর্বাদপুষ্ট ও এলাকার দুষ্ট প্রকৃতির দুই ব্যক্তি বারেক মেম্বার ও শাহীন শাহ মিঠুকে দিয়ে তাদের যোগসাজশে এই মাহফিল বন্ধ করে দেয়া হয়েছে’।
এলাকাবাসী বলেন, মাহফিলের সকল আয়োজন সম্পন্ন হবার পরেও এলাকার ছেলে হয়ে সে অপপ্রচার চালিয়ে ও কুটচাল দিয়ে এলাকার মাহফিলকে বন্ধ করে দিয়েছে। অহিদ কুরআন, সুন্নাহ, ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এ ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত থাকায় যুবলীগ নেতা ওহিদের বিরুদ্ধে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এলাকাবাসী ও মাহফিল আয়োজক কমিটি।



















