রিপোর্টঃ নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি পদপ্রার্থী মনির হোসেন কাসেমীর আয়োজিত এক দোয়া মাহফিলে বৈ’ষম্য বিরোধী ছাত্র–জনতা হ’ত্যা মা’মলার একাধিক আ’সামির উপস্থিতি ঘিরে কুতুবপুর ইউনিয়নজুড়ে তীব্র সমালোচনা দেখা দিয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) ফতুল্লার দেলপাড়া এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাশেমী পরিষদ-এর ব্যানারে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানের মঞ্চের প্রথম সারিতেই বসা দেখা যায় আলোচিত আ’সামি ও স্থানীয় আওয়ামী লীগ দোসর হিসেবে পরিচিত জামান মেম্বারকে। তার ঠিক পেছনে দাঁড়িয়ে ছিলেন আওয়ামী লীগের আরেক বিতর্কিত ব্যক্তি সাগর।
বৈ’ষম্য বিরোধী ছাত্র–জনতা হ’ত্যা মা’মলার আ’সামিদের এভাবে কাসেমীর মঞ্চে বসানোকে ঘিরে এলাকাজুড়ে নানামুখী প্রশ্ন ও ক্ষো’ভ ছড়িয়ে পড়েছে।
বিএনপির অনুষ্ঠানে আওয়ামী লীগ ঘনিষ্ঠ বিতর্কিত ব্যক্তিদের সামনের সারিতে বসানোকে অনেকেই “রাজনৈতিক অসঙ্গতি” ও “নৈতিক অবস্থানের সাথে সাংঘর্ষিক” বলে মন্তব্য করেছেন।
এ ঘটনায় কুতুবপুর ইউনিয়ন জুড়ে তীব্র ক্ষো’ভ, সমালোচনা ও উ’ত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা।


















