আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
রোববার (২৮ ডিসেম্বর) তিনি নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টিপু বলেন, দলের সিদ্ধান্তই সবার জন্য চূড়ান্ত। তিনি জানান, দল যদি তাকে মনোনয়ন দেয়, তাহলে তিনি নির্বাচনে অংশ নেবেন। আর যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে সেই প্রার্থীর পক্ষেই কাজ করবেন।
এসময় তিনি মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন না করেন। দলীয় শৃঙ্খলা রক্ষা করা সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।




















