শুক্রবার (৯ জানুয়ারি )শহরের মিশনপাড়া এলাকায় এটিএম কামালের বাসবভনে (সোনারগাও ভবন)রাত ৯ টায় এসে প্রায় ঘন্টা খানেক অবস্থান করেন মাসুদুজ্জামান মাসুদ
এসময় উপস্থিত ছিলেন মাস্টার মোহাম্মদ ইসমাইল মিয়া সাবেক দপ্তর সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, আকরাম হোসেন শ্রমিক দল নেতা,শহিদুল ইসলাম রিপন সভাপতি শহীদ জিয়া সৃতি সংসদ নারায়ণগঞ্জ জেলা,কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম সাবেক আহবায়ক সদস্য , নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদল।এছাড়াও ছিলেন নভীদ রায়হান তনয়,মোহাম্মদ আল-মাসুদ প্রোপাইটর মামুন এন্ড কোং,তাইফুর হক নাবিন,ইকবাল হোসেন শাওন,রাজীন ইবনে রায়হান ,নাহিন মোজতাবা সোহান প্রমুখ
এর আগে গত ৫ জানুয়ারি বিকেলে এটিএম কামালের মা শাহানা খানম চৌধুরী মিশনপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সেদিন বাদ এশা তার প্রথম জানাজা মিশনপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ৬ জানুয়ারি সোনারগাঁয়ের বারদী মসলন্দপুর গ্রামে বাদ জোহর দারুল উলুম ও এতিমখানা মাদ্রাসায় দ্বিতীয় জানাজা শেষে তাকে এলাকার কবরস্থানে দাফন করা হয়।


















