নারায়ণগঞ্জ প্রতিনিধি:
৩০ ডিসেম্বর (মঙ্গলবার) লক্ষিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের নাম ও ছবি সম্বলিত চিনামাটির মগ প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান ফকির, জয়নুল আবেদীন ফকির, জাকির সর্দার, ফারুক ফকির, কাউছার মুন্সি, তারিকুল ইসলাম, মোঃ মিলন, এবং প্রধান শিক্ষক খাদিজা আক্তার।
বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।



















