নারায়ণগঞ্জ:
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রয়াত হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক নেতা ও নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এদের মধ্যে নারায়ণগঞ্জ জেলার ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি, বন্দর থানা, নাজমুস সাকিব এ ঘটনা গভীর শোক প্রকাশ করেছেন।
নাজমুস সাকিব এক শোকবার্তায় বলেন,
“বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারালো। তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদান চিরস্মরণীয় থাকবে।”
তিনি প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।




















