নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় ধর্ষণ চেষ্টাকালে হত্যার শিকার স্কুলছাত্রী আলিফার হত্যাকারীদেরকে দ্রুত আইনে অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা।
২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার বিকাল তিনটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নিকট স্মারকলিপি প্রদান করে খেলাফত মজলিসের মহানগর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন- মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক হানিফ কবির বাবুল, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, বন্দর থানা সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভুইঁয়া, নাসিক ২০ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছা, নিহত স্কুলছাত্রী আলিফার বাবা মোহাম্মদ আলী সহ সামাজিক নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে লেখা হয়েছে- আমরা খেলাফত মজলিস, নারায়ণগঞ্জ মহানগর শাখা-এর পক্ষ থেকে গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে, গত ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় মেধাবী স্কুলছাত্রী আলিফা আক্তারকে অত্যন্ত নির্মম ও পৈশাচিক উপায়ে হত্যা করা হয়েছে। একটি স্বাধীন ও সভ্য সমাজে একজন নিষ্পাপ শিক্ষার্থীর এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এই জঘন্য হত্যাকাণ্ড সারা নারায়ণগঞ্জের বিবেকবান মানুষের হৃদয়ে প্রচণ্ড আঘাত হেনেছে। আলিফার পরিবারের আর্তনাদ আজ আকাশ-বাতাস ভারী করে তুলেছে। এ ধরনের অপরাধীরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না পায়, তবে সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে এবং অপরাধীরা আরও দুঃসাহস দেখাবে।
আমাদের দাবিসমূহ নিম্নরূপ:
• দ্রুত চার্জশিট: আলিফা হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হোতা এবং তাদের সহযোগীদের ব্যাপারে দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করতে হবে।
• বিশেষ ট্রাইব্যুনালে বিচার: মামলার গুরুত্ব বিবেচনা করে এটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করতে হবে এবং স্বল্পতম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
• দৃষ্টান্তমূলক শাস্তি: খুনিদের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।
• সামাজিক নিরাপত্তা: বন্দর এলাকাসহ জেলার প্রতিটি এলাকায় বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি ও টহল বৃদ্ধি করতে হবে।
আমরা আশা করি, আইনের শাসন সমুন্নত রাখতে এবং নিহতের পরিবারকে ন্যায়বিচার প্রদান করতে আপনি ব্যক্তিগতভাবে উদ্যোগী হবেন। অন্যথায়, নারায়ণগঞ্জের সচেতন জনতা ও ছাত্র সমাজ সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
অতএব, জনাবের নিকট বিনীত অনুরোধ— উপরোক্ত দাবিগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে আলিফার খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।



















